Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা শিক্ষা অফিসের কার্যক্রমঃ

১।      বিদ্যালয় পরিদর্শন।

২।      স্ব-স্ব বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকা শিশু জরীপ ভর্তি শতভাগনিশ্চিতকরণে প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।

৩।     বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি এবং ঝড়ে পড়ার হ্রাস করণের লক্ষ্যে প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।

৪। বিনামূল্যে পাঠ্যপুস্তুক বিতরণ, বিদ্যালয়ের পরিবেশ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা প্রদান।

৫। বিদ্যালয়ের লেখাপড়ার গুনগতমান উন্নয়নে নিডির পর্যবেক্ষণ ও সহযোগিতা প্রদান।

৬।  সাময়িক, বার্ষিক ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন, পরীক্ষা পরিচালনা ও অগ্রগতির প্রতিবেদন গ্রহণ।

৭।  উপবৃত্তি বিতরণে সহযোগিতা (৮৫%) ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদান)

৮। বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে সহযোগিতা প্রদান।

৯। শিক্ষকদের বেতন-ভাতাদি, টাইম স্কেল, দক্ষতাসীমা, বদলী বিভিন্ন ধরণের ছুটি, পিআরএল ও পেনশন যথাসময়ে নিশ্চিত করণ।

১০।উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক চাহিত তথ্যাদি যথাসময়ে প্রেরণ ও যোগাযোগ।

১১।মাসিক খরচ  ও বার্ষিক খরচের হিসাব বিবরণী উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে যথাসময়ে প্রেরণ।

১২। বিভিন্ন সমন্বয় সভায় উপস্থিত ও মতবিনিময়।

১৩। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা, প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা, স্টাফ মিটিং শিক্ষা কমিটির সভা, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভায় গমন ও বিনিময়।

১৪।  অফিসের অডিট ও হিসাব সংরক্ষণ করণ।

১৫। মনিটরিং বোর্ডে (ডিসপ্লে বোর্ড) হাল নাগাদ করা।